
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীর নাকুগাঁও কালাকুমা এলাকার ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করার অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১০ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই নদীর কিছু এলাকা চলতি বাংলা সনে ইজারা প্রদান করা হয়নি। কিন্তু ওইসব এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী মিনি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১০টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ইজারা বহির্ভূত স্থান হতে বালু উত্তোলন করা নিষিদ্ধ করা হয়েছে। তারপরও এমন অপরাধমূলক কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর