সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মচারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ঔষধ প্রশাসনের অফিস সহকারী মো. ফাহিম মিয়ার নামের এই কর্মচারীকে আটক করে।
এর পর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে অফিস সহকারী মো. ফাহিম মিয়া জানায়,ড্রাগ লাইসেন্স আবেদন করতে হলে ১০ থেকে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ২০২০ সাল থেকে ১২২ জনের কাছ থেকে ঘুষ নিয়ে লাইসেন্স প্রদান করা হয়েছে। অফিস তল্লাশি করে এ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করে শিক্ষার্থীরা।এছাড়াও ঘুষের টাকার মাসোহারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের দেওয়া হয়ে থাকে।
শিক্ষার্থী নিহাল জানান,এক ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে হাজিপাড়াস্থ ওষুধ প্রশাসন অধিদপ্তরের অফিসে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা হয় অফিস সহকারী মো. ফাহিম মিয়াকে। তার কাছ থেকে ড্রাগ লাইসেন্স দেওয়া সংক্রান্ত বিভিন্ন অনিয়মের নথিপত্র উদ্ধার করা হয়েছে। প্রতিমাসে সে কাদের মাঝে ঘুষের টাকা বণ্টন করতো সে তালিকাও উদ্ধার করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর