পাথরঘাটা দেওয়ালে দেওয়ালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে লিখা অশোভন ও রাজনৈতিক স্লোগান মুছে তরুণ চিত্র শিল্পীদের রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা।
পাথরঘাটা সরকারি কলেজসহ বিভিন্ন এলাকার দেওয়ালে এ রকম চিত্র দেখা যায়। দেওয়ালগুলো নোংরা পরিষ্কার করে তাতে আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা চিত্র। এতে প্রায় শতাধিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।
পাথরঘাটা দেওয়াল লিখন নজর কাড়ছে পাথরঘাটার সাংবাদিক ও গবেষক সফিকুল ইসলাম খোকন তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে যাওয়ার প্রত্যয়ে পাথরঘাটা স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা। তাদের নতুন স্বপ্নের কথা দেওয়ালচিত্রে তুলে ধরছেন নতুন প্রজন্ম। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।
বৃহস্পতিবার পাথরঘাটা উপজেলা চত্বর, পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেওয়াল লিখনের কাজ করছেন শিক্ষার্থীরা, দেওয়াল লিখনের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন। শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, দেওয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাতে চাই।
পাথরঘাটার গ্রাফিতিতে ভরে গেছে দেওয়ালে দেওয়ালে সাংবাদিক জাফর ইকবাল জানান, পাথরঘাটায় গ্রাফিতিতে ভরে গেছে দেওয়ালগুলো। ফলে নতুন রূপ ধারণ করেছে। যা সকলের দৃষ্টি কাড়ছে। দেশের চলমান পরিস্থিতিতে পাথরঘাটার দেওয়ালে দেওয়ালে উদ্দীপনামূলক অঙ্কন গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় দেওয়ালে দেওয়ালে অঙ্কন আঁকছেন শিক্ষার্থীরা। নতুন পুরাতন দেওয়ালগুলো গ্রাফিতিতে নতুন রূপ ধারণ করেছে। আন্দোলনের অনেক ছবি এখানে শোভা পাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা দল বেঁধে এই কাজ করছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর