
ঝিনাইদহ জেলার কালিচর ইউনিয়নের তরুণ কবির ফয়সাল (Kabir Faisal)। একজন গতিশীল কনটেন্ট ক্রিয়েটর। নিজের সৃজনশীলতা দিয়ে ২০২২ সালে কনটেন্ট তৈরির যাত্রা শুরু করেন।
শুরুটা ছোট ছোট হাস্যরস ভিডিও দিয়ে করেছিলেন কবির। এরপর খুব অল্প সময়েই দর্শক পরিচিত পান এই তরুণ।
কবিরের প্রতিভা তার একক প্রচেষ্টার বাইরেও প্রসারিত। আজাইরা পাবলিক নামের ইউটিউব চ্যানেলে বর্তমানে ৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যেখানে একদল তরুণ তার সঙ্গে কাজ করছেন।
সামাজিক মাধ্যমে এই তরুণকে অনুসরণ করেন প্রায় ২ লাখ মানুষ। এছাড়াও আজাইরা পাবলিক পেজের ফলোয়ার সংখ্যা ৬ লাখের বেশি। টিকটক, ইনস্টাগ্রামেও রয়েছে লাখের বেশি অনুসারী সংখ্যা।
এই তরুণ মনে করেন, দর্শকরাই তার এই যাত্রার অবিচ্ছেদ্য অংশ। কবির বলেন, আমি চাই ভবিষ্যত নির্মাতারা যেন তাদের আবেগ ও সততাকে ধরে রেখে কাজ করেন। বর্তমান সময়ে হাসিই সেরা ওষুধ। আমি সবসময় চেষ্টা করি মানুষকে সেই বিনোদন জোগানোর। বর্তমানে আমার চ্যানেল থেকে ছোট নাটক থেকে শুরু করে, বিভিন্ন সামাজিক বিষয় সম্পৃক্ত ভিডিও তৈরি করা হচ্ছে। যা মানুষকে বিনোদিতও করছে, একইসঙ্গে সমাজে একটা বার্তা পৌঁছে দিচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর