
খাগড়াছড়িতে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় ৫১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের টানা প্রায় ৫ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম বলেন, 'মামলার স্বাভাবিক কার্যক্রম শেষ হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর