ঢাকার ধামরাইয়ের ডোবা থেকে বস্তাবন্দি পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী নার্গিস আক্তারকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এপিবিএন- ১ ঢাকায় কর্মরত এই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নাসির উদ্দীন। এরআগে সকালের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকা থেকে কামরুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুল হাসান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকার বাসিন্দা। তিনি এপিবিএন- ১ ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্ত্রী নার্গিস আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ভোরের দিকে মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয় কামরুল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সকালের দিকে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, মুখে মাস্ক পড়া দুইজন কামরুলকে খুন করেছে। এই কথা প্রকাশ করলে তারা আমার পরিবার ও শ্বশুর বাড়ির বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নাসির উদ্দীন বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্ত্রীকে আটক করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর