সাভারের আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৫ জন নারী-পুরুষকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে আশুলিয়ার জিরানী বাজার এলাকার ড্রীমল্যান্ড গেস্টহাউস নামে একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে বের করে দেয়া হয়।
এবিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে জিরানী বাজার এলাকায় ড্রীমল্যান্ড গেস্টহাউস নাম দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর আমরা ওই গেস্টহাউজে যাই এবং বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ১৫ জন নারী পুরুষকে দেখতে পাই।
পরে তাদেরকে বের করে জড়ো করে এবং ভবিষ্যতে এধরণের কাজ করবে না মর্মে জানালে সবাইকে বের করে দেওয়া হয়। পরে হোটেলে থাকা সবাইকে বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছি আমরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর