
গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চালককে সানি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরু।
পুলিশের ওই উপ পরিদর্শক জানান, ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সানি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে থাকা অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় রেলে আটকে যায়। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল অভিমুখে আসছিলো। সে সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে গেলেও অটো চালক সানি তার অটো রিকশা সরানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই দ্রুতগামী ওই ট্রেনটি তার অটো রিকশায় ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় অটোরিকশাটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর