
শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া ট্রাক চাপায় মারা গেছেন মোয়াজ্জেম হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক যুবক। তিনি শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন শামীম হোসেন ও জাহিদ মিয়া নামে আরও দুইজন আরোহী। আহত দুই জন একই গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে নালিতাবাড়ী পৌরশহরের অদূরে নয়ানিকান্দা নকলা-নালিতাবাড়ী বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। পথিমধ্যে শহরের নয়ানিকান্দা নকলা-নালিতাবাড়ী বাইপাস এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদেরকে অতিক্রম করছিল। একই সময় আরও একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে ওভারটেক করে আসতে চাইলে মোটরসাইকেলের সামনা সামনাসামনি হয়ে যায়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে গিয়ে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক চাপলে বিপরীত দিক থেকে আসা ওই ট্রাকটি তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় গুরুতর আহত হয় শামীম ও জাহিদ নামের দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুই জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে এবং গুরুতর আহত মোয়াজ্জেমকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজন বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, এই সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর