
শেখ হাসিনার পদত্যাগের পর রাতেই রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের হিন্দু সম্প্রসায়ের ৫টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, রাতের আধারে কে বা কারা এ হামলা করেছে তা বলতে পারেনি ওই ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ। ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মধ্যে রয়েছে দীলিপ বিশ্বাস,প্রীতি ভূষণ বিশ্বাস,চয়ন বিশ্বাস,তপন মন্ডল ও রমেশ মণ্ডলের বাড়িতে এ হামলা হয়।
হামলা করে যাওয়ার সময় তারা প্রতিটি বাড়িতেই চাদা দাবি করেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ জানিয়েছেন। এদিকে দিলীপ বিশ্বাসের মুঠোফোনে ০১৭৪৫-৮৫০৩৩৮ নাম্বার থেকে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করেছেন বলে সৌরভ বিশ্বাস জানিয়েছেন।
স্কুল শিক্ষক চয়ন বিশ্বাস বলেন আমরা নিরীহ মানুষ আমাদের কারো সাথে কোন শ্রুক্রতা নেই আমাদের বাড়িতে কারা হামলা করল বুঝতে পারছি না। তবে বিএনপির লোকজন আমাদের বিভিন্ন সময় সাহস জুগিয়ে আসছে তারা আমাদের পাশে থাকার কথা বলেছেন।
স্থানীয়রা বলেন, একটি দূস্কৃতিকারী দল ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে তারা হামলা চালিয়ে পুনরায় চাদা দাবি করায় বিষয়টি শুধু রাজনৈতিক বলে মনে হচ্ছে না বলেও তারা উল্লেখ্য করেছেন। একই সাথে স্থানীয়দের দাবি যারা এ কাজ করছে তারা কোন দলের নয় তারা সন্ত্রাসী চাদাবাজ এদের চিহ্নিত করে আইনের মাধ্যমে শাস্তি কামনা করেছেন তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর