
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পুকুরে ভেসে ওঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানাজায়, শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
শনিবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টি থাকায় লাশ পুকুর থেকে ডাঙ্গায় তোলা সম্ভব হয়নি।
এবিষয়ে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, লাশটা উলটা হয়ে আছে। এখনো পরিচয় জানতে পারিনি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর