বরিশাল নগরীতে সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতার খোয়া যাওয়া নাইন এমএম পিস্তল পুলিশের কাছে জমা দেয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে কোতয়ালী মডেল থানায় জমা দেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি মোস্তাফিজুর রহমান।
এর আগে, গত ৪ অগস্ট নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এসময় পিটিয়ে নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে (৬০) হত্যা করা হয়। টুটুল চৌধুরীর লাইসেন্স করা পিস্তলটি খোয়া যায়।
কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নগরীর নবগ্রাম রোডে বাসিন্দা অভি খান (১৭) পিস্তলটি কুড়িয়ে পায়। শনিবার অভি তার মা শাহিনুর বেগমকে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পের কমান্ডার মেজর রাশেদ তাদের নিয়ে এসে থানায় সেই পিস্তলটি জমা দিয়েছেন। ওসি আরও জানান, টুটুল চৌধুরী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তার স্ত্রী মামলা করেছে। ওই মামলার আলামত হিসেবে অস্ত্রটি দেখানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর