ভারতে চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা চিকিৎসককে হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে। এতে বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরাও অংশ নেয়। এতে বক্তারা এঘটনজর সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর