
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চোরাই মোটরসাইকেল ও ইয়াবার চালানসহ আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত ২ যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৮ আগস্ট) সকালে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার রাঙামাটি ইউনিয়নের জয়না মার্কেট এলাকা থেকে স্বপন মিয়া (২৬) ও জাহাঙ্গির (২৫) নামে মাদক কারবারি ও চোর চক্রের ২ সদস্যকে একটি চোরাই মোটরসাইকেল ও ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। আটককৃতরা টাঙ্গাইল জেলার বাসিন্দা। উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল বলেন, মাদক ব্যবসায়ী ও চোর চক্রের ২ সদস্য কেশরগঞ্জ ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে গেলে তারা তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহ ও রহস্যজনক মনে হওয়ায় জয়না মার্কেট এলাকায় তাদেরকে পথরুদ্ধ করে আটক করে। পরে জানা যায় তারা মাদক ও চোর চক্রের সদস্য। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের কাছ থেকে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল জব্দ করেন।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, ইয়াবা ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর