বরগুনা আমতলীতে গত ৫ ই আগস্ট সরকার পতনের পর পৌরনির্বাচনে পরাজিত প্রতিপক্ষ কতিপয় দুর্বৃত্তরা মেয়রের বাসভবন ও পৌরসভা কার্যালয় ভাঙচুর অগ্নি সংযোগ করে।ফলে পৌরসভার সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বন্ধ ছিল নাগরিক সেবা।
রবিবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় পুনরায় পৌরসভার সেবাদান কার্যক্রম গতিশীল করতে ১২দিন পর পৌরসভা কার্যালয়ে অফিস করলেন আমতলী পৌরসভার মেয়র মো.মতিয়ার রহমান।
মেয়র মো.মতিয়ার রহমান বলেন,আমার প্রতিপক্ষ নির্বাচনে পরাজয় বরন করে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে বাসভবন ভাঙচুর অগ্নিসংযোগ করছে তাতে দুঃখ নেই, তবে পৌরসভা কার্যালয়ের সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাট করেছে,এটা তো আপনাদের পৌরবাসীর সম্পদ ধ্বংস করল।এই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মেয়র আরো বলেন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীল ভূমিকায় পৌরসভার নাগরিকের সেবা শতভাগ নিশ্চিতে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় কাউন্সিলরের মধ্যে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. টিটু হাওলাদার, এছাড়া উপস্থিত ছিলেন সম্মানিত পৌরবাসী এবং পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মুসা মোল্লা,৩নং ওয়ার্ড কাউন্সিলর লিমন মৃধা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন ফরহাদ,৬নং ওয়ার্ড কাউন্সিলর রুমি এবং মহিলা কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা শাখার সভাপতি মো.মনিরুল ইসলাম,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর