
ধফারইস্ট ইসলামী লাইফের গ্রাহকের আমানত ফেরতসহ চাকরীচূ্্যত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, বোর্ড পুন:গঠন, দুর্নীতিবাজ সালমান এফ রহমান এর নিয়মকৃত এবং অনৈতিকভাবে অর্থ সরবরাহকারী মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোহাম্মদ আপেল মাহমুদ এর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
৯ দফা দাবিতে মানববন্ধনে আলোচনার পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার ১৮ই আগস্ট সকাল থেকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ৩৫ তোপখানা রোড, ঢাকা এর সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয়।
দাবিসমূহ :
১। অন্যায় ভাবে জোরপূর্বক চাকরীচূ্্যতদের চাকরিতে পুন:বহাল করা সহ সকল সুযোগ সুবিধা প্রদান করা।
২। বঞ্চিত গ্রাহকদের মেয়াদ পূর্তির টাকা মরণোত্তর বীমা দাবি পরিশোধ করা।
৩। পলায়নকারী হাসিনা সরকারের মদতপুস্ট জবর দখলকারী সালমান এফ রহমানের গঠনকৃত পরিচালনা পর্ষদের পদত্যাগ এবং হাজার হাজার কোটি টাকা উদ্ধার ও অনিয়ম দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বোর্ড পুনর্গঠন ও দায়িত্ব হস্তান্তর করা।
৪। কোম্পানির হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎকারীদের আইনের আওতায় এনে অর্থ উধর সহ তাদের শাস্তি ব্যবস্থা করা।
৫। স্বৈরাচার শেখ হাসিনার চাচা বর্তমান চেয়ারম্যান শেখ কবির হোসেনের পদত্যাগ সহ কোম্পানি থেকে বহিষ্কার করা।
৬। ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ইব্রাহিম হোসেন খানের পদত্যাগ সহ কোম্পানি থেকে বহিষ্কার করা।
৭। দুর্নীতিবাজ সালমান এফ রহমান কে অনৈতিকভাবে অর্থ সরবরাহকারী অনৈতিক কাজের সহযোগী, অদক্ষ, অযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোহাম্মদ আপেল মাহমুদ এর পদত্যাগ।
৮। অদক্ষ, অযোগ্য বর্তমান কনসালটেন্ট ডঃ মুহাম্মদ ফাইজুর রহমান ফারুকী কে বহিষ্কার করা।
৯। সালমান এফ রহমান ও শেখ কবির হোসেনের কৃত সকল কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার করা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর