মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, শহীদ ইশমাম অবৈধ স্বৈরাচার ব্যবস্থাকে উৎখাত করার জন্য জীবন দিয়েছেন। পুরো জাতি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা তাঁর এ আত্মদান ব্যর্থ যেতে দিব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া চট্টগ্রামের লোহাগাড়ার শহীদ ইশমামুল হকের (১৭) আমিরাবাদস্থ দর্জি পাড়ার বাড়িতে রোববার (১৮ আগস্ট) দুপুরে গিয়ে এসব কথা বলেন ফারুক-ই-আজম।
তিনি ইশমামের মায়ের উদ্দেশে বলেন, আমরা তাঁকে স্মরণ রাখবো, দেশ আপনার সন্তানের এই অবদান কখনো ভুলে যাবে না। তাঁর সহযোদ্ধা প্রশাসনের লোক এবং আমি ঢাকা থেকে আসছি আপনাকে এ কথাটা বলার জন্য। আপনার সন্তান শহীদ হয়েছে; জাতি এ শহীদ সন্তানকে স্মরণ রাখবে। তাঁদের অবদান কখনো মুছে যাবে না এবং আপনার পরিবারের সব দায়দায়িত্ব এ সরকার বহন করবে।
এদিন তিনি শুরুতে শহীদ ইশমামের কবর জেয়ারত করেন এবং তার মায়ের সঙ্গে কথা বলেন। এছাড়া একইদিন ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদ ভবন এবং থানা ভবন পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর