সেতাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের পদত্যাগ সহ ২২টি দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। এসময় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ২২টি দাবি সমূহ,সকল প্রকার ফি সরকার নির্ধারিত হতে হবে,সকল প্রকার ইনকোর্স ফি অনুসরণ করতে হবে, শহিদ মিনার কেন কলেজ ক্যাম্পাসের বাইরে কেন জবাবদিহিতা করতে হবে,কলেজ আধুনিক গেট নির্মাণ করতে হবে,রাজনীতিমুক্ত ও মাদকমুক্ত কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে হবে,দুই বিল্ডিং শহিদ মিনারে যাওয়ার রাস্তা করতে হবে,সমস্ত কলেজ ক্যাম্পাসে দেওয়াল নির্মাণ ,শিক্ষকের ডিজিটাল হাজিরা নির্মাণ ,শিক্ষার্থীদের শতভাগ ক্লাস বাধ্যতামূলক,বিজ্ঞপ্তি ছাড়া ১১ জন কর্মচারী নিয়োগ বাতিল,অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের অপসারণ,আধুনিক লাইব্রেরি তৈরি করা,১২৪৯ দাগের কলেজের সম্পত্তি হওয়া শর্তেও কেন আশ্রম তৈরি করা হলো জবাবদিহিতা করতে হবে, কলেজের জায়গায় পুনরুদ্ধার করে ছাত্রাবাস তৈরি করা,কলেজের সেমিনারে বই ক্রয় করার নাম করে অর্থ লুট করা হয়েছে তা পুনরায় হিসাব দিতে হবে, আয়া পদে ২০২৩ সালে সরকারিভাবে নিয়োগ এবং কেন তার মূল বেতন দেওয়া হচ্ছেনা তার জবাবদিহিতা করতে হবে,সকল প্রকার কলেজে ৩০% কমিশন বাণিজ্য সিন্ডিকেট বন্ধ করতে হবে,বঙ্গবন্ধু শিক্ষক সমিতির কমিটি বাতিল করতে হবে,আনোয়ারা ও তাজিমুলকে চতুর্থ পদে নিযুক্ত সহ পদে বহাল করতে হবে,কলেজের ইমাম ও মোয়াজ্জিনের বেতন বৃদ্ধি করতে হবে।
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অস্থায়ী ভিত্তিতে ১১ জন কর্মচারী নিয়োগ বাতিলে করে। ১৫ দিনের মধ্যে কলেজের সকল হিসাব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করবেন।বাংলাদেশ ও ভারত নাগরিক বিধায় তার পাসপোর্ট উপজেলা নির্বাহী অফিসার নিকট জমা দেয়। অফিস সহকারী নির্মল চন্দ্র রায় সকল হিসাব বুঝিয়ে দিয়ে ১৫ দিনের মধ্যে অপসারণ করা হবে। কলেজের দখল হওয়া জমি আগামী ১৯ আগস্ট পরিমাপ করে তা উদ্ধার করা হবে।
পাসপোর্ট জমা দেয়ার বিষয়টি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ডালিম সরকার নিশ্চিত করেন।
একদিনে সেতাবগঞ্জ কামিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল্ল্যাহ এর অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণের জন্য পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর