রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক সাবেক ছাত্রলীগ কর্মীকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে হলের ৪৫০ নম্বর রুমে হল প্রশাসনের লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকলে হলের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে বিকেল ৫টার দিকে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম আল আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলামের অনুসারী ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এই কর্মী হল শাখা ছাত্রলীগের সভাপতির মাধ্যমে বিভিন্ন সময়ে সিট বাণিজ্য করতো এবং তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করেছে। এছাড়াও আল আমিন কোটা আন্দোলনের সময় আন্দোলকারীদের ছবি, ভিডিও ও তথ্য শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দিতো। তার মোবাইল থেকে এর প্রমাণও পাওয়া গেছে।
এ বিষয়ে হলের শিক্ষার্থীরা বলেন, এই ছাত্রলীগ কর্মী হলের শিক্ষার্থীদের কাছ থেকে সিটের বিনিময়ে টাকা নিয়েছে। এছাড়াও সে কোটা আন্দোলনকারীদের বিভিন্ন তথ্য ছাত্রলীগকে দিত। আমরা তার ফোন চেক করে গত মাসের ১৬ তারিখে ছাত্রলীগ যখন হামলা করে তখন সে আন্দোলনকারী ছাত্রদের ছবি ছাত্রলীগকে দিয়েছিল তার সত্যতা পেয়েছি। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী আল আমিন বলেন, আমি কখনো সিট বানিজ্য ও শিক্ষার্থীদের নির্যাতনের পক্ষে ছিলাম না। আর্থিক অসচ্ছলতার কারণে ছাত্রলীগের আগের কমিটির সময়ে টুকটাক রাজনীতি করে হলে উঠেছিলাম। তিনি আরও বলেন, আমি মাত্র তিন মাস ছাত্রলীগের সাথে ছিলাম। এরপরে ছাত্রলীগের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর