নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের ‘শাটিকাপ’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন রাজশাহীর একদল তরুণ। এবার সিরিজটির মতো তাঁরা বাস্তবেও প্রশংসাযোগ্য কাজ করে দেখালেন। শনিবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে রাজশাহী শহরের এক গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন শাটিকাপ’র অভিনেতা-কলাকুশলীরা।
প্রথমে তাঁরা ভেবেছিলেন খালি ব্যাগ। তবে তাঁদের একজন আকাশ বিন ওসামা ওই ব্যাগে লাথি মারেন। এরপরই বুঝতে পারেন যে, ব্যাগে ভারী কিছু রয়েছে। খুলে দেখেন এক বান্ডিল টাকা ও একটি রহস্যজনক কাপ। গুণে দেখেন ১৭ লাখ ৯২ হাজার টাকা আছে ওই ব্যাগে।
পরে সিদ্ধান্ত নেন, টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেবেন। সবাই মিলে তখন থানায়ও যান। এ সময় সঙ্গে ছিলেন আসিফ, রিফাত, রিংকু, সজলসহ আরও অনেকে। শেষ পর্যন্ত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, রাজশাহীর আঞ্চলিক গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছিল শাটিকাপ ও সিনপাট নামের দুটি সিরিজ। এতে অভিনেতা-কলাকুশলী হিসেবে ছিলেন মাহফুজ প্রদীপ, আকাশ বিন ওসামা, রিফাত বিন মানিকরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর