সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ রটিভি সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ ও সংবাদ প্রকাশের জেরে স ময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র এর উপর হামলা ও শারীরিক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
শহরের ট্র্যাফিক পয়েন্টে সোমবার (১৯ আগস্ট) দুপুরে এই মানববন্ধনে সাংবাদিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। পেশাগত কাজে সাংবাদিকদের উপর হামলা, মামলা,হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবেনা। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা,গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের ঠৌঁটি ধরতে চায় অশুভ চক্র।পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক শহীদনূর ও হিমাদ্রী শেখরের উপর হামলাকারীরা চিহ্নিত। তাদের অনতিবিলম্বে বিচারের আওয়তায় আনতে পুলিশ প্রশাসনের নিকট দাবি বক্তাদের।
সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে এমরানুল হক চৌধুরী, শামস শামীম, সেলিম আহমদ, তালুকদার, জসিম উদ্দিন, সমাজকর্মী আবুল হায়াত, ওবায়দুল হক মিলন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আল হেলাল, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ঝুনু চৌধুরী, সিনিয়র সাংবাদিক অরুন চক্রবর্তী, হাসান চৌধুরী, আমিনুল ইসলাম, জাকির হোসেন, সিরাজুল ইসলাম শ্যামল, শামসুল কাদির মিসবাহ, তাসাদ্দুক রাজা ইমন, লুৎফুর রহমান,আনিসুজ্জামান চৌধুরী ইমন, নজরুল ইসলাম, দিলাল আহমদ, আব্দুল কাইয়ূম, এ কে মিলন, আবু হানিফ, আলাউর রহমান, মিজানুর রহমান, রুজেল আহমদ, মানবাধিকারকর্মী নুরুল হাসান আতাহের, আব্দুল বাসির, দুলাল মিয়া, রতন উদ্দিন, ইমাম আলী, হৃদয়, হাম্মাদ প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সুনামগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আনন্দ মিছিলের সংবাদ সংগ্রহ করে আসার পথে শান্তিগঞ্জ পয়েন্টে সুলতানপুর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন আ রটিভি সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। এই ঘটনায় তিনি শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে সংবাদ সংগ্রহের জেরে ৮ আগস্ট দিরাই খাগাউড়া গ্রামে হামলার শিকার হন স ময় টেলিভিশনের হিমাদ্রী শেখর ভদ্র।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর