ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির প্রথম ধাপের বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নানা নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম ধাপে কলেজ ও বিষয় বরাদ্দপ্রাপ্তদের অনলাইনে টাকা জমা দেয়াড় শেষ তারিখ ২৩ আগস্ট। সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম ধাপে বরাদ্দপ্রাপ্তরা উক্ত তারিখের মধ্যে টাকা জমা না দিলে তার বিষয় বরাদ্দ বাতিল হবে এবং পরবর্তী কোনও ধাপে সে আর বিষয় বরাদ্দ পাবে না। তার আসনটি শূন্য করে পরবর্তী বিষয় বরাদ্দ প্রস্তুত করা হবে।
কেন্দ্রীয় ভর্তি অফিসের এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির ১ম ধাপের বিষয় বরাদ্দ প্রাপ্তরা পরবর্তী আরও কয়েকটি ধাপে বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্তরা মাননীয় উপাচার্যের সভাপতিত্বে সভায় চূড়ান্ত করার পর (৪র্থ ধাপে) বরাদ্দকৃত বিষয় দেখতে পাবে।
এই ধাপে (বা পরবর্তীতে যে কোনও ধাপে) নতুন কেউ একটি বিষয়ের বরাদ্দ পেলে (কোটার জন্য আবেদন করা হলেও) শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দ/ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিচে উল্লিখিত কাজটি অবশ্যই করতে হবে-
ক) বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি এর একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, এই অগ্রিম টাকা চূড়ান্ত বরাদ্দের পর ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।
খ) ২৩ আগস্ট বিকেল ৩টার মধ্যে প্রথম ধাপে বিষয় বরাদ্দপ্রাপ্তদের আগাম টাকা জমা দিতে হবে।
এক্ষেত্রে সরকারী সাত কলেজ ও প্রযুক্তি ইউনিট তিন হাজার টাকা এবং গার্হস্থ্য ইউনিট পঞ্চাশ টাকা জমা দিতে হবে। এ সময়ের মধ্যে জমা না দেয়া হলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহী নয় বলে গণ্য হবে এবং তার মনোনীত বিষয় প্রত্যাহার করে বিষয়ের আসনটি অন্য শিক্ষার্থীকে পরবর্তী মনোনয়নে বরাদ্দ করা হবে। পরবর্তী কোন ধাপের বিষয় মনোনয়নে সে আর বিবেচিত হবে না।
শিক্ষার্থী ভর্তি হওয়ার উদ্দেশ্যে উপর্যুক্ত আগাম টাকা জমা দেয়াড় পর বরাদ্দপ্রাপ্ত কলেজের বিষয়ে ভর্তি না হলে তার জমাকৃত টাকা বাজেয়াপ্ত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর