বেশ কয়েকদিন ধরে ভেঙে পড়ে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের পকেট গেইট। এতে বহিরাগত ও স্থানীয় লোকজন অবাধে ক্যাম্পাস এলাকায় চলাফেরা করছে। ফলে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অতিদ্রুত গেইটটি সংস্কার করে ওই স্থানে জুড়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ১৬ জুলাই কোটা আন্দোলনকে ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতর গেইটটি বন্ধ করে দেয়। পরে কে বা কাহারা গেইটটি খুলে ফেলে। পরে শিক্ষার্থীরা গেইটটি দেখতে পেয়ে বঙ্গবন্ধু হলের টিভি রুমে রেখে দেয়। বেশ কয়েকদিন ধরে এভাবেই পড়ে রয়েছে গেইটটি।
শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে গেইটটি এভাবে পড়ে আছে। প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছি না। স্থানীয় ও বহিরাগতরা ক্যাম্পাসে অবাধে যাতায়াত করছে। এর ফলে যেকোনো সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতিদ্রুত গেইটটি সংস্কারের দাবি জানাচ্ছি।
বৈষম্য বিরোধী আন্দোলনের ইবি শাখার প্রধান সমন্বায়ক মুখলেসুর রহমান সুইট বলেন, গেইটটি ভেঙে পড়ে থাকায় কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধু হলের টিভি রুমে এটি সংরক্ষণ করেন। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন গেইটটি দ্রুত সংস্কার করে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ. কে এম শরীফ উদ্দিন বলেন, কে বা কাহারা ওই গেইট ভেঙে ফেলে রেখেছে। এখন তো প্রশাসন নেই, তাই তাৎক্ষণিকভাবে সংস্কার করা যাচ্ছে না। তাছাড়া ওই গেটের বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সংস্কার করতে টাকা লাগবে। প্রশাসন না থাকায় টাকার অনুমোদনও নেওয়া যাচ্ছে না। এরপরও বিষয়টি কিভাবে কি করা যায় আমরা দেখছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর