বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে কোর্ট চত্বরে সাকুরা মার্কেটে এ মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ, অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান, অ্যাডভোকেট ছালিক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট সাব্বির আহমদ তাফহীম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন , আদালত অঙ্গনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি উন্নত পরিবেশ যাতে বিরাজমান থাকে, আদালত পাড়ায় এসে কোন মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হয় এক্ষেত্রে আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ছালিক আহমদ চৌধুরী। সমাপনী বক্তব্যের সভাপতি মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী ভূমিকা প্রশংসা করেন এবং এ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর