
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি বাস ভবন, থানা ও যানবাহন ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।
গত রোববার (১৮ আগস্ট) ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামী করে বিএনপি নেতা ওমর ফারুক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ আব্দুল মালেক সরকারকে প্রধান আসামী করা হয়।
এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার, শিমুল তরফদার, বুলবুল হোসেন। তবে মামলার পর থেকে এজহারভুক্ত জনপ্রতিনিধিদের কাউকে কর্মস্থলে দেখাযায়নি।
ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, গত ৪ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুর্বৃত্তরা রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুর ও করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেন। পরে একপর্যায়ে অফিসার ইনচার্জের বাসভবনসহ থানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলা ও ভাঙচুর লুটপাট করেছেন।
এ ঘটনায় গত রবিবার বিকেলে পৌর এলাকার ওমর ফারুক বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৫০০ লোককে আসামী করে মামলা করেছেন। এ রিপোর্ট লেখার আগমুহুর্ত পর্যন্ত এ মামলায় কোন আসামী গ্রেপ্তার হয়নি।
এ ব্যাপারে মামলার অন্যতম আসামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, এটি একটি মিথ্যা মামলা। আমাদের ও নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য এটি করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর