বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিতুমীর কলেজ প্রশাসন। কলেজ'র উপাধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন এর নির্দেশনায় শিক্ষকদের প্রতিনিধি টিম ঢাকার বিভিন্ন হাসপাতালে যায়।
সোমবার (১৯ আগস্ট) রাজধানীর ঢামেক, পঙ্গু ও পিজি হাসপাতালে যান তারা। এতে কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও এ এস এম আসাদুজ্জামান, প্রফেসর সালেকা মাহমুদ ও প্রফেসর শিপ্রা রানী মন্ডল উপস্থিত ছিলেন।এসময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর ও আর্থিক সহায়তা করতে দেখা যায়।
উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা আহতদের মাঝে আর্থিক অনুদান দিতে গিয়ে আবেগপূর্ণ হয়ে যায়। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন তারা। একইদিন সকালে ছাত্র আন্দোলনে নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী শহীদ মো. মামুন মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, কোটা আন্দোলনে বিশেষ করে ১৯ জুলাইয়ের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়, যা আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরে আমি নিজে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি। কলেজ থেকে তাদের চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা হয়েছে এবং এলামনাইসহ বিভিন্ন মাধ্যম থেকেও সহায়তা আসবে। এছাড়াও সরকার আহত শিক্ষার্থীদের সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। আমাদের সাহায্য কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, শিক্ষক প্রতিনিধিদের সাথে কলেজটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর