চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ডলু খালের পাড় ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। সোমবার (১৯ আগস্ট) ইউনিয়নের সরদানী পাড়ার অংশটি পানির তীব্র স্রোতে পুরোপুরি ভেঙে পড়ে। বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে কয়েক গ্রামের বসতবাড়ি। এছাড়া যাতায়াত বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের।
জানা যায়, গত কয়েকদিন ধরে এ উপজেলায় থেমে থেমে ভারি-মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে করে বেড়েছে ডলু নদীর পানি। পানির তীব্র স্রোতে সরদানী পাড়ার শেষপ্রান্তে গারাঙ্গিয়া-রশিদিয়া সড়কের ডলু খালের পাড়টি পুরোপুরি ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে পানিতে তলিয়ে যেতে পারে কয়েক গ্রামের বসতবাড়ি। বর্তমানে খালের পানিতে টইটম্বুর আশেপাশের বিলগুলো। এছাড়া যাতায়াত বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের।
স্থানীয়রা জানান, খাল পাড়ের এ অংশটুকু গেল একবছর ধরে ভাঙন শুরু হয়। চলতি বর্ষার শুরুতে পুনরায় ভাঙন শুরু হয়ে গাড়ি এবং যানচলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বাকি অংশ ভেঙে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী সতেজ দেওয়ান বলেন, জরুরিভিত্তিতে মেরামতের জন্য একজন ঠিকাদার নিয়োগ দেয়া হয়। কিন্তু বৃষ্টি এবং নানা জটিলতায় কাজ শুরু করা যায়নি। বৃষ্টি কমলে সংস্কার কাজ শুরু হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর