
বাগেরহাটের মোল্লাহাটের রাজপাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার রাজপাট মরা খালের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যানের চালক মোঃ রাহাত (৩২) নিহত হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালের দিকে ঢাকাগামী যাত্রীবাহী টুংগীপাড়া পরিবহণ বাস রাজপাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর