গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৩টায় শিক্ষার্থীদের দাবির মুখে নিজ অফিস কক্ষে তারা পদত্যাগ করেন।
টাকা উত্তোলনের এক নথি থেকে জানা যায়, উপাচার্যের মেয়াদ ৪বছর পূর্তি হয়ে শেষের দিকে হওয়ার (৫সেপ্টেম্বর ২০২৪ তারিখে) তিনি দান-অনুদান খাত থেকে বিভিন্ন ব্যক্তিকে বকশিশ প্রদানের লক্ষ্যে ৬০হাজার টাকা উত্তোলন করেন। ফলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে উপাচার্যকে পদত্যাগ করার দাবি জানায়।
পূর্বে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, নিরাপত্তা নিশ্চিত, হলের সুষ্ঠু সিট বণ্টন, শহীদদের স্মরণে মুর্যাল নির্মাণসহ ১৫দফা দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা অন্যথায় প্রশাসনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানান এই শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) এ. কিউ. এম. মাহবুব বশেমুরবিপ্রবি উপাচার্য হিসেবে নিয়োগ পান ও ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির তৃতীয় উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৩ সালের ১৫ অক্টোবর উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর