জেলার পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবি জানিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে শত শত নারী ও পুরুষরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নানা বয়সী শত শত নারী পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয়ে ইউএনও অনিয়ম দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে অবস্থান নেয় এবং নানা স্লোগান দিতে থাকে । পরে ইউএনও সকলের সামনে হ্যান্ড মাইকে পূর্বের কথা ভুলে গিয়ে নতুনভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে সাধারণ মানুষকে হয়রানি করেছে । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও উপজেলার বিভিন্ন রাস্তার গাছ গোপনে টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছেন। পুকুর ইজারাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা অস্থিতিশীল পরিস্থিতিতেও নিয়মিত অফিস করেছেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা তার রিপোর্ট দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অনুপস্থিত আছেন । উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। তার পরেও উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত এ রিপোর্ট দেওয়ায় এলাকাবাসী মূলত ক্ষুব্ধ হয়ে ওঠেন।
আন্দোলনকারীরা দুর্নীতি পরায়ণ এই উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পূর্বের কথা ভুলে গিয়ে ইউএনও নতুন করে সকলের সাথে কাজ করার অঙ্গীকার করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিপা সুলতানা বলেন, ভুলবোঝাবুঝিতে এমন ঘটনা ঘটেছে। তিনি তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অতীত ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর