
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, দেশ পাল্টেছে শেখ হাসিনা পালিয়ে গেছেন।এখন দেশে থাকা চাঁদাবাজ-সন্ত্রাসীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এলাকার ছাত্র-জনতাকে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তিনি নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ার হরনী ইউনিয়নের নিহত শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত শেষ এক পথসভায় এ কথা বলেন। মাহমুদুল হাসান রিজভী ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আবদুল হান্নান মাসুদ আরও বলেন, এ দেশ আমার মাটি আমার। হাতিয়ায় এতোদিন সাত লাখ অধিবাসীকে এক সন্ত্রাসী জিম্মি করে রেখেছিল। এখন এ জনপদের মানুষ মুক্ত। আর যাতে সাধারণ জনগণ কষ্ট না করে এবং অন্য কোনো চাঁদাবাজ যাতে এলাকায় মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় নিহত মাহমুদুল হাসান রিজভীর বাড়িতে যান সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। এসময় রিজভীর বাবা জামাল উদ্দিনসহ পরিবারকে সান্ত্বনা দিয়ে দেশের সকল ছাত্র-জনতা তাদের পাশে আছে বলে উল্লেখ করেন।
এর আগে, নিজ এলাকা হাতিয়ায় পৌঁছলে এলাকাবাসী হান্নানকে ফুল দিতে চাইলে তিনি তা রিসিভ করেননি। বলেন, শত শত শহিদের রক্ত মাড়িয়ে এ ফুল আমি নিতে পারি না। সবাই শহীদ ভাইদের জন্য দোয়া করবেন।
পথসভায় হরনি ইউনিয়নের আলী বাজারের নাম পরিবর্তন করে শহীদ রিজভী বাজার এবং মোহাম্মদ আলী কলেজের নাম পরিবর্তন করে শহীদ রিজভী কলেজ নামকরণের ঘোষণা দেন সমন্বয়ক হান্নান। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো খুনির নামে আমাদের বাজার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থাকতে পারে না।
পথসভায় নিহত রিজভীর বাবা জামাল উদ্দিন, নোবিপ্রবি সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ, সালা উদ্দিন মহসিন, বনি ইয়ামিন, জাহিদুল ইসলাম হাসানসহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর