
বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন জিতেস ( ১৮)। দেখা হওয়ার পর বিদায় নেয়ার সময় বিল্ডিংয়ের নীচে দাঁড়িয়ে গল্প করছিলেন তিনি। রওনা দেবেন বলে স্কুটারের উপরেই বসেছিলেন।
হঠাৎ উপর থেকে জিতেসের মাথায় এসে পড়ে একটি এসি। স্কুটার থেকে ছিটকে নীচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় জিতেসের। ঘটনাটি ঘটেছে গেল শুক্রবার দিল্লির করোল বাগ এলাকায়।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার দিল্লি পুলিশ সূত্রে বলছে, তিনতলা থেকে একটি এসি হঠাৎ খুলে যুবকের মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যুবকের বন্ধুও প্রাণসু আহত হয়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর