
পরিবহণ সেক্টরে দুর্নীতি অনিয়ম দূর করার লক্ষ্যে ছাত্র জনতা কাজ করছে। আগামী শনিবার থেকে নেত্রকানা- ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস চলাচল শুরু করবে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় ছাত্ররা। দুর্বার নেত্র নামের স্থানীয়ছাত্ররা নেত্রকোণা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নেত্রকোনার পরিবহণ সেক্টর দীর্ঘদিন ধরে চলছ নানা অনিয়ম। গত আওয়ামী লীগ সরকারের আমল পরিবহণ সক্টর ছিল তাদের নিয়ন্ত্রণের। ওই সক্টরে চলতো চাঁদাবাজি, যাত্রী হয়রানিসহ নানা অনিয়ম। কোটা বিরোধী আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের হাত থেকে পরিবহণ সক্টর নিয়ন্ত্রণে আওয়ামী লীগের হাত ছাড়া হয়।
সম্প্রতি নেত্রকোণা- ময়মনসিংহ সড়ক বিআরটিসি বাস চালু হলে পরিবহণ মালিক ও শ্রমিকরা ওই বাস চলাচল বাধা দেয়। এতে করে নেত্রকোণা- ময়মনসিংহ সড়ক বাস চলাচল বন্ধ হয় যায়। ফের ওই সড়কে বাস চলাচলের উদ্যাোগ নেয় ছাত্র জনতা। এরই প্রেক্ষিতে আগামী শনিবার থেকে বিআরটিসি বাস চলাচল করবে। পরিবহণ সক্টর অনিয়ম দূর কারণে তারা জেলা প্রশাসনের কাছে ১১ দফা দাবি জানিয়েছে। তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
নেত্রকোণা জেলা প্রসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- নেত্রকোণা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাফিন আহমদ সাদমান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর