
ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রী নূর জাহান (১৪) এর মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। জানা যায়, টাঙ্গাইলের গোপালপুরের বড় কুমুল্লী গ্রামের নূরুল ইসলামের কন্যা নূর জাহান; বেলুয়া জনতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিজ বাড়ি সংলগ্ন ঝিনাই নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয়রা গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে খবর দেন। খবর পেয়ে টাঙ্গাইল থেকে, বেলাল হোসেনের নেতৃত্বে ৬সদস্যের ডুবুরি দল এসে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর