
মঙ্গলবার (২০আগস্ট) সকাল ১০:৩০ হতে বিকার ০১ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসন, নেত্রকোণাজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা, নেত্রকোণা সদর পৌরসভা এর যৌথ উদ্যোগে নেত্রকোণার মগড়া নদীর বর্জ্য অপসারণ ও গৃহস্থালির বর্জ্য যাতে নদী না ফেলা হয় তার সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।
আনন্দ বাজার ব্রিজ হতে গৃহস্থালি বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু শহরের প্রধান প্রধান ব্রিজ সংলগ্ন নদীর বর্জ্য অপসারণ করা হয়। মগড়া নদী গৃহস্থালি বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান থাকবে।
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আজ মগড়া নদী হতে অপসারণ করা হচ্ছে একই সাথে নদীর তীরবর্তী বসতবাড়ির জনগণকে সচেতন করা হচ্ছে যাতে গৃহস্থালি বর্জ্য নদী না ফেলে।
নেত্রকোণা সদর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো; ফারুক ওয়াহওদ জানান, পৌর এলাকার বাসিন্দাগণ গৃহস্থালি বর্জ্যসহ যাতে মগড়া নদীতে না ফেলে তার জন্য সচেতন করা হচ্ছে। একই সাথে পৌরসভার নির্ধারিত জায়গায় যাতে বর্জ্য রাখে সে বিষয়টিও জনসাধারণকে অনুরোধ করেন। আজকের অভিযানে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পরিবেশবাদী সংগঠনও উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর