
বরগুনা -২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম মনিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় বরগুনা জেলা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠন আনন্দ মিছিল ও সমাবেশ করে।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যার পরে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন, মো. ফজলুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পান্না, পৌর বিএনপির সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল রুমি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজীব প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংঘবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে আশা রাখে দলটি।
উল্লেখ্য, আলহাজ নুরুল ইসলাম মনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিন বার বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর