ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যৌক্তিক দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় ‘টিম চেঞ্জ এক্স’র ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তিতে দুর্ভোগ, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ না থাকা, ওয়ার্ডে ওয়ার্ডে অপরিচ্ছন্ন পরিবেশ, ওয়াশরুমের বেহাল দশাসহ নানা অনিয়মের দ্রুত প্রতিকার দাবি করেন শিক্ষার্থীরা।
এছাড়াও হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা, পর্যাপ্ত টেস্ট কীট, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকার বিষয়টিও তুলে ধরেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অবসান না হলে আরও কঠোর আন্দোলনে যাবে সাধারণ শিক্ষার্থীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর