
রাজধানীর বসুন্ধরায় দেশের শীর্ষ গণমাধ্যম ইষ্ট ওয়েস্ট গণমাধ্যম ভবনে একাধিক গণমাধ্যম অফিসে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার (২১ আগস্ট) বরগুনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের উদ্যোগে বেলা ১২টায় প্রেসক্লাব চত্বরে মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতি দিন জেলা প্রতিনিধি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালের কন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, য মুনা টিভির ইমন খান, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, ডি বি সির প্রতিনিধি মালেক মিঠু, নি উজ ২৪ প্রতিনিধি সুমন সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারকেই খুঁজে বের করতে হবে কারা এবং কেন গণমাধ্যমের উপর হামলা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর