
ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যেরের পাহাড়ি ঢলের পানিতে ডুবে আখাউড়ায় ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে, অন্ত:সত্তা নারীর নাম সুবর্ণা আক্তার (২১) তিনি ইউনিয়নের ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, আখাউড়া সীমন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্যান্য গ্রামের মতো বীরচন্দ্রপুর কালিকাপুর গ্রামেও ৪ থেকে ৫ ফুট উচ্চতায় পানি উঠে। এ সময় পারভেজের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুবর্ণা আক্তার নিরাপদ আশ্রয়ের খুঁজে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়। স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর