
কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিমুন তানজিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
আদালতে উপস্থিত আইনজীবী মোহাম্মদ শাহীন বলেন, র্যাব আজ বদিকে আদালতে তোলে। আদালতে উপস্থিত টেকনাফ থানার তদন্ত কর্মকর্তা রিমান্ডের একটি আবেদন পাঠানো হচ্ছে বলে আদালতকে অবহিত করেন। কিন্তু আবেদনটি আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আবেদন পাওয়ার পর রিমান্ড শুনানি হবে বলে জানান বিচারক।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, গত ১৯ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, আরেক ভাই আবদুর রহমান পৃথক তিনটি মামলা করেন। মোহাম্মদ আবদুল্লাহর করা হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরপুত্র টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহানসহ ১৫০ জনের বেশি মানুষকে আসামি করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর