জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণের মুখের ওপর পাথর চাপিয়ে রাখা হয়েছিল। এদেশের মানুষ অধিকারহারা হয়ে নিজ দেশে পরবাসী হিসেবে বসবাস করছিল। আমাদের সন্তানেরা রাস্তায় নেমে এসেছিল একটি অধিকার আদায় করতে কিন্তু
তারা একটি দাবি আদায় করতে এসে বাংলাদেশের ১৮ কোটি জনগণের দাবি আদায় করেছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া চট্টগ্রামের লোহাগাড়ার শহীদ ইশমামুল হকের (১৭) আমিরাবাদ দর্জি পাড়াস্থ কবর জিয়ারত শেষে উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সন্তানেরা জনগণের অধিকারের জন্য লড়াই করেছে। জালেমের কাছে ছোট হননি, মাথা নত হননি। তারা মাথা উঁচু করে ন্যায়ের পক্ষে লড়াই করতে শিখিয়ে দিয়েছেন।
এদিন তিনি কবর জিয়ারত শেষে শহীদ ইশমামের মায়ের সঙ্গে দেখা করেন এবং সান্ত্বনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জোনের টিম মেম্বার অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জেলা আমির এস এম আব্দুস সালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর