
ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় ৫ আগস্ট, সেই পতনের পর থেকেই রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী নিয়মিত ইউনিয়ন পরিষদে অফিস করলেও বুধবার (২১ আগস্ট) সকাল ১০ টা নাগাত তাকে জোর করে বকাঝকা করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে চেয়ারম্যান’র কার্যালয়ে তালা মেরে দিয়েছে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা।
বুধবার দুপুরে শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন আমি নিয়মিত ভাবে ইউনিয়ন পরিষদের অফিস করছিলাম সেই সাথে নাগরিক সেবা প্রদান করে আসছিলাম। গতকাল মঙ্গলবার যথা সময়ে অফিসে গেলে সকাল সাড়ে ১০ টার দিকে শাওরাইল ইউনিয়ন বিএনপির নেতা আনিস মোল্লা,বাধন,কামাল,নৈমুদ্দিন,নাইম,রব মিয়া,মিরাজ,শরিফুল,জামির মেম্বারসহ ২০/২৫ জন আমাকে জোর করে অফিস থেকে বের করে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে অফিস রুমে তালা দিয়ে আমাকে তারিয়ে দিয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার ও ডিডি এলজি স্যারকে বিষয়টা জানিয়েছি।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে লাড়ীবাড়ী বাজার দখল করা বিভিন্ন এলাকায় মানুষের সাথে খারাপ আচরণ অব্যাহত রয়েছে। এদিকে যদি সরকার আমাদের অপসারণ করত তাহলে তো আমরা যেতাম না, আমাদের অফিসে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি রয়েছে। এতো বছর যাদের সাথে মিলেমিশে চলাফেরা করেছি তারাই আজ আমার সাথে এমন করল।
এদিকে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাযায় চেয়ারম্যান’র কার্যালয় তালাবন্ধ রয়েছে সাধারণ মানুষ বিভিন্ন সেবা নিতে এসে ফিরে যাচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকলে পরিষদের কোন কাজই হয় না বিষয় গুলোর সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন সেবা প্রত্যাশীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর