
ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় ৫ আগস্ট সেই পতনের পর থেকেই রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে কয়েকজন গা ঢাকা দিলেও ৬ মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন নিজ কার্যালয়ে দায়িত্ব পালনে অব্যাহত রয়েছেন।
বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে মৃগী ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে চেয়ারম্যান এম এ মতিন কাজ করছেন সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ের সমাধান করছেন। তিনি বলেন, আমি আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে কাজ করে থাকি এখানে কোন ইউপি সদস্য বৈরিতার স্বীকার হয়নি। আমরা সকলে মিলে একটি আধুনিক মৃগী ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, মৃগী ইউনিয়ন পরিষদের সামনে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি দৃষ্টি নন্দন স্থায়ী মঞ্চ করেছি ইউনিয়ন বাসীর ট্যাক্সের টাকায় যা অনেক ইউনিয়ন পরিষদ তাদের ট্যাক্সের টাকায় দৃশ্যমান কিছু করে দেখাতে পারেনি।
মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন বলেন, আমার ইউনিয়ন শান্ত আছে এখানে আমরা সকলেই মিলে মিশে কাজ করে আসছি এবং আমি সাধ্যমতো ইউনিয়ন বাসীর সেবা প্রদান করে যাচ্ছি। সুযোগ থাকলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর