জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপকদের মধ্য থেকেই নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে গণস্বাক্ষর ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে গণস্বাক্ষর কর্মসূচি। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত চলবে এ স্বাক্ষর গ্রহণ।
এ সময় বিক্ষোভে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এখনও এ বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক ভিসি হিসেবে নিয়োগ পায়নি। আমরা আমাদের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য চাই। আমাদের দাবি একটি অরাজনৈতিক ও ন্যায় সংগত দাবি।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শোয়াইব বলেন, আমি একবার একটা আবেদনপত্র অফিসে জমা দিয়েছিলাম। কিন্তু আমি আবেদনের কোন ফলাফল পাইনি। কারণ ভিসি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে হয় নাই। আমাদের একটাই দাবি সকল ধরনের সিন্ডিকেট ভাঙ্গতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা জীবন দিতে শিখে গেছি। আমরা রক্ত দিতে শিখে গেছি। প্রয়োজনে রক্ত আরো দিবো।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আমরা দাঁড়িয়েছি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে। জগন্নাথের হল ও মাঠ ভাড়াটে ভিসির কারণে হারিয়েছিলাম। আমরা বৈষম্যের শিকার হলে কোন ভাবেই মেনে নিবো না। জগন্নাথ ছাত্ররা সকল বৈষম্য রুখে দেবে।
এ সময় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসান বলেন, আমাদের ১৫৬ জন প্রফেসর আছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে। আমাদের ভিসি আমাদের মধ্যে থেকে হবে। আমাদের এমন ভিসি নিয়োগ দেয়া হয়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জানেনা।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য এখনো ভালো ল্যাব নেই। আমরা কেন ঢাবিতে ল্যাবের কাজের জন্য যাবো? আমাদের নতুন ক্যাম্পাসের নামে অনেক ভিসি সহ প্রশাসনিক কর্মকতার লুট করে নিয়ে গেছে।আমরা আমাদের নতুন ক্যাম্পাস হলেও আমরা এই ক্যাম্পাস কোন দিন ছাড়বো না। ধূপখোলা মাঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত ভাবে দিতে হবে। এবং ভিসি সহ সকল প্রশাসনিক কর্মকর্তা জগন্নাথ থেকে নিয়োগ দিতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর