খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বুধবার (২১ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নি সংযোগ, নেতাকর্মীদের মারধর ও লুটপাটের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আ.লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ মামলায় অন্যান্যদের মধ্যে আসামি করা হয়েছে, সদ্য সাবেক মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ও মানিকছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিনসহ ১৮৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত নামা আসামি করা হয়েছে আরো দেড় শতাধিক নেতাকর্মীকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর