
খাগড়াছড়ির গুইমারাতে কোটি টাকার গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এটি সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি। তবে এ গাড়িতে কারা কেন আগুন দিয়েছে তা ঘিরে রহস্যের জট বাড়ছে। সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারছেনা কেউ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে গুইমারা উপজেলার যৌথ খামার এলাকায় ঘটনাটি ঘটে। গাড়িটি খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো-ঘ -১৫-৭৬৩০) নম্বরের একটি ভি আই পি গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে পথিমধ্যে ওঁতপেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়িতে থাকা ড্রাইভার সহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে যায়। তখন দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
গাড়ির নাম্বার প্লেট দেখে একটি সূত্র নিশ্চিত করেছে, পুড়িয়ে দেয়া গাড়িটি সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নামে রেজিস্ট্রেশন করা। অপর একটি সূত্র বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কুজেন্দ্র লাল ত্রিপুরা গাড়িটি ক্রয় করেছেন। এটি টেক্স মুক্ত গাড়ি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গাড়িটিতে অগ্নি সংযোগের সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। এটি কার গাড়ি এ বিষয়ে তদন্ত চলছে। একই সাথে কারা ঘটনাটি ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর