
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক রাজবাড়ীর পাংশা পৌরসভার মেয়র অপসারিত হওয়ায় সরকারি আদেশে বুধবার নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার নিয়েছেন মো. তারিফ উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রাজবাড়ী। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা।
বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে জনাব মো: তারিফ উল হাসান এবং পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পাংশা পৌরসভা কার্যালয়ে যান। এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারিগন নবাগত প্রশাসক ও ইউএনও মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।
পরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে পৌর নাগরিক সমস্যাগুলো সম্পর্কে জানতে চান। এ সময় কর্মকর্তা-কর্মচারিগন সমস্যাগুলো তুলে ধরেন। সমস্যা গুলো জেনে সকলের সহযোগিতা নিয়ে পর্যায়ক্রমে নাগরিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করার কথা জানান তিনি।
একই সাথে তিনি আরো বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারিদের যদি কোন অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর