
টাঙ্গাইলের মির্জাপুরে গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পদত্যাগ কেন্দ্র করে ঘটছে ভাঙচুর মারামারির ঘটনাও। এপর্যন্ত দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, গেড়ামাড়া-গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়, ভাওড়া উচ্চ বিদ্যালয়, বাঁশতেল মো. মুনছুর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বাঁশতৈল মো. মুনছুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেনের পদত্যাগ দাবী করে দ্বিতীয় দফায় বিক্ষোভ- মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। এরআগে তাকে বহাল রাখতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যে সকল প্রধান শিক্ষকের রাজনৈতিক দলীয় পরিচয় রয়েছে এবং বিগত ক্ষমতাসীনদের ¯েœহভাজন হয়ে স্কুল পরিচালনা করেছেন তারা বেশী রোষানলে পড়ছেন। এছাড়া স্কুল পরিচালনাকালীন তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মেরও অভিযোগ পাওয়া যাচ্ছে। এই সুযোগে অন্য রাজনৈতিক দলের মতাদর্শের নেতাকর্মীরা এই বিক্ষোভে পরোক্ষ আবার কোথাও কোথাও প্রত্যক্ষ ইন্ধন দিচ্ছেন।
পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ওই স্কুলের প্রধান শিক্ষকের অনুসারী দ্বারা মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভাওড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে কয়েকজন মারপিটের শিকার হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় কেউ মুখ না খুললেও জনমনে বিরূপ প্রভাব পড়ছে। এটিকে অনেকে বাড়াবাড়ি বলে মনে করছেন।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। কাউকে এভাবে পদত্যাগ করালেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাচ্ছে তা নয়। এখানে একটি প্রক্রিয়ার বিষয় রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর