
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে নৌকা থেকে পড়ে জহর আলী(৩১) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে ওই যুবক নিখোঁজ হন। নিখোঁজ ওই যুবক চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চানমিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (২১ আগস্ট ) সন্ধ্যায় তিনজন যুবক সামাদের ঘাট এলাকায় একটি খালি নৌকা যোগে দুধকুমার নদ পার হওয়ার চেষ্টা করে। নৌকাটি নদের মাঝ খানে আসলে প্রবল স্রোতের তোরে এর চালক জহর আলী নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। অপর দুই যুবক নদী সাঁতরে তীরে ওঠে স্থানীয়দের ঘটনাটি জানায়। রাতভর নদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাবাসী পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ যাদু মিয়া জানান খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠানো হয়েছিল। নদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই যুবকের কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। বিষয়টি আমার জানা নেই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর