
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের সমন্বয়ক হাসিবুল হক সালজিদ।
বক্তব্য রাখেন কে এম সাজিন, শাহীন ফয়সল রাফী, সামিতুল ইসলাম, এহসান আহম্মেদ, এসএম হৃদয় প্রমুখ। সমাবেশের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর